রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে ১৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ১৮:৫৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত একদিনে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গে আরো ১২ জনসহ মোট ১৭ জন মারা গেছেন।
শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের চারজন, নওগাঁর এক, বগুড়ার এক, পাবনার দুই এবং ঝিনাইদহের একজন রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১৮ দিনে ৩১৫ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক আরো জানান, গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৬ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।