ঈশ্বরদীতে পুলিশের মাস্ক আপ ক্যাম্পেইন

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ২৩:৩১

ঈশ্বরদীতে পুলিশের মাস্ক আপ ক্যাম্পেইন

ঈশ্বরদীতে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাবনা জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনতামূলক মাস্ক আপ ক্যাম্পেইন। এ সময় পুলিশের পাশাপাশি জেলার দশটি স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন। সোমবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। 

এসময় মহিবুল ইসলাম খান বলেন, করোনা প্রতিরোধে সরকার কর্তৃক যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলার জন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ সদস্যরা মানুষকে সচেতন করছেন। করোনা থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বাস্থ্য সচেতন হওয়া, ভালোভাবে মাস্ক পরার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করলে আইন প্রয়োগ করা হবে। আমরা চাই আইন প্রয়োগের আগেই ঈশ্বরদীবাসী নিয়ম মেনে চলাচল করে করোনা প্রতিরোধে সহায়তা করবে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।

ক্যাম্পেইনে জনগণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং মাস্ক পরার নিয়ম জানানো হয়। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়। কিছু সময় পর পর সকলকে হাত পরিষ্কার রেখে নিজেদের নিরাপদ রাখতে আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।

কর্মসূচিতে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও প্রশাসন) স্নিগ্ধা আকতার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, বিশেষ শাখা (ডিএসবি) ঈশ্বরদীর থানার ইনচার্জ ইন্সপেক্টর শেখ মোঃ মোবারক পারভেজ, রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম ও পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top