হিলি বন্দরে শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
হিলি থেকে | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০৫:৫০
ঈদুল আযহা উৎযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে পূর্বের ন্যায় যথারীতি আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে। সোমবার ১৯ জুলাই থেকে টানা ছয় দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিলো হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল আযহা উৎযাপন উপলক্ষে ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ দেওয়া হয়। সরকারী ১৪ দিনের লকডাউনের মাঝেও ২৫ জুলাই রবিবার সকাল থেকে যথারীতি সকল কার্যক্রম আবার চালু হবে।
হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল বলেন, ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের সব কার্যক্রম চালু রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।