বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের অভিযান

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৫:৫১

পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন অভিযানে চালিয়ে ৩ মামলায় ৩ হাজার ৮শ’ টাকা জরিমানা

দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদ পরবর্তী চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে ২৬ জুলাই সোমবার সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পৃথক নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে চালিয়ে ৩ মামলায় ৩ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে নবাগত সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, সেনাবাহিনীর ক্যাপ্টেন নমিতা ইসলাম মিতু ও এসআই ইউসুফসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার জুনদহ, ঢোলভাঙ্গা ও মাঠেরহাটসহ বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে পৃথক ৩ মামলায় ৩ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

প্রশাসনিক টিম এসময় সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন। এসময় সর্বস্তরের সবাইকে সুস্থ থাকতে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করার অনুরোধ জানানো হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top