পলাশবাড়ীতে উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০৩:২৯
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৭ জুলাই মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দুপুরে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের স্থানীয় সরকার ও পল্লী সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল হেল কাফি মন্ডল।
পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাজাহান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধক্ষ্য শামিকুল ইইসলাম লিপন, বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতোয়ার রহমান।
এছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পৌর প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক লিমন সরকার, সেকেন্দার আলী, সেচ্ছাসেবকলীগ নেতা আঃ মালেক মন্ডল, শেখর রায়, সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর সেচ্ছাসেবকলীগ নেতা অলক কুমার রায়, মানিক,কিশোরগাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মিলন, ছাত্রনেতা শহীদ সরকার,আশিকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগেরর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহজালাল মন্ডল জালাল।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পলাশবাড়ী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।