সময় বাড়লো লঞ্চ চলাচলের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ২৩:৪৯
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের সুবিধার্থে সোমবার (২ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত বাড়ানো হয়েছে দেশে লঞ্চ চলাচলের সময়সীমা।
রোববার (১ আগস্ট) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লঞ্চঘাটগুলোতে অব্যাহত রয়েছে যাত্রীদের চাপ। তাই যাত্রীদের সুবিধার্থে লঞ্চ চলাচলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বত্র লঞ্চ চলাচল করবে।
এর আগে শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানিয়েছিল, কারখানায় শ্রমিকদের ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বিআইডব্লিউটিএ নৌ-পরিবহন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।