পাবনায় হিন্দু যুব মহাজোটের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পাবনা থেকে | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ০১:২০
বাংলাদেশ হিন্দু যুব মহাজোট পাবনা জেলা শাখার উদ্যোগে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় সনাতন ধর্মালম্বিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে পাবনার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে শোকাবহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও তার স্বপরিবারসহ এই মাসে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন সেই সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নীরবতা পালন শেষে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক আশিষ কুমার বসাক, সদস্য সচিব চঞ্চল কুমার সরকার, যুগ্ম মহাসচিব সৈহার্দ বসাক, কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, যুব মহাজোটের আহবায়ক শুভ বসাক, যুগ্ম আহবায়ক অ্যাড. মলয় দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।