বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীতে অভিযানে চালিয়ে ৩ টি মামলায় ৩ জনকে ২ হাজার' টাকা জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ২৩:৪৫

পলাশবাড়ীতে অভিযানে চালিয়ে ৩ টি মামলায় ৩ জনকে ২ হাজার' টাকা জরিমানা।

ঈদ পরবর্তী চলমান ১৪ দিনের কঠোর লকডাউনে ১ আগস্ট শনিবার সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে চালিয়ে ৩ টি মামলায় ৩ জনকে ২ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চলাকালে সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ৩টি মামলায় ৩ জনকে ২ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

অভিযান চলাকালে প্রশাসনিক টিম ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের ছোবল থেকে বাঁচতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করার অনুরোধ জানান।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top