সাঘাটায় সূর্য সাক্ষী উন্নয়ন সংস্থার দুই কমিটি নিয়ে টানাটানি
গাইবান্ধার সাঘাটা থেকে | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ২২:১০
গাইবান্ধার সাঘাটা উপজেলা মথরপাড়া বাজার সূর্য সাক্ষী উন্নয়ন সংস্থার মালিকানা ও কমিটি নিয়ে দীর্ঘদিন হলো দুটি পক্ষের মধ্যে টানাটানি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ১৯৯০ সালে সাঘাটার মথরপাড়া বাজারে মাহতাব সভাপতি ও আব্দুর রাজ্জাক বেপারি সহসভাপতি আতাউর রহমান সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ নুর মুহাম্মাদসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সমাজসেবার নিবন্ধন করেন। নিবন্ধন পেয়ে কিছু দিন সংস্থার কার্যক্রম পরিচালনা করে বলে জানা যায়। পরে রহস্যজনক কারণে সংস্থার কার্যক্রম বন্ধ থাকে।
সেই সুযোগে সংস্থার সাবেক সভাপতি মাহতাব সংস্থার অন্যান্য প্রতিষ্ঠাকালীন সদস্যদেরকে সাথে আলোচনা না করেই তিনি নতিন একটি কমিটি গঠন করে অন্যত্র কার্যক্রম শুরু করেন। নিয়মনীতি উপেক্ষা করে পুরাতন সদস্যদেরকে বাদ দিয়ে গোপন ভাবে নতুন কমিটি করায় সদস্যদের মাঝে মনোমালিন্যতার সৃষ্টি হয়।
সাবেক সভাপতি মাহতাব কমিটিতে আবু রায়হান ওরফে মনু মিয়াকে সাধারন সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সংস্থার কার্যক্রম পরিচালনা শুরু করার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হবার পর সংস্থার সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য সাঘাটা থানাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মাহতাবের নতুন কমিটির বিরুদ্ধে অভিযোগ করে।
এ ঘটনায় অপরপক্ষ সাবেক সম্পাদক আতাউর রহমান বর্তমানে সূর্য সাক্ষী উন্নয়ন সংস্থার সাবেক সভাপতিকে বাদ দিয়ে সহসভাপতি আঃ রাজ্জাক বেপারীকে সভাপতি ও আব্দুল জলিলকে সহসভাপতি করে সাংগঠনিকভাবে রেজুলেশনের মাধ্যমে সংস্থার নতুন কমিটি গঠন করে সাইনবোর্ড টাঙ্গিয়ে কার্যক্রম শুরু করেছেন।
এনিয়ে উভয় পক্ষের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সাঘাটা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।