পলাশবাড়ীতে ট্রাক্টর দিয়ে রাস্তা নষ্ট
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২১, ০৩:৩৫
পলাশবাড়ীতে ট্রাক্টর দিয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তা নষ্ট করায় এলাকাবাসী পক্ষে প্রতিবাদ করার কারণে সহকারী শিক্ষকের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়ায় থানায় অভিযোগ দায়ের।
অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত পল্লী কিশোরগাড়ী সুলতানপুর গ্রামের মৃত ছলিম উদ্দিনের পুত্র শামছুল হক জমি চাষের ট্রাক্টর রাস্তা দিয়ে নিয়মিত চলাফেরা করায় রাস্তা খালা-খন্দের সৃষ্টি হয়ে সাধারণ যানবাহনসহ পথচারীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসীর পক্ষে একই গ্রামের মৃত আজিম উদ্দীনের পুত্র আশরাফুল ইসলামগংদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের বন্ধকী জমি খালাস করা বাবদ তার কাছে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে জানা যায়। এ ঘটনায় সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বাদী হয়ে ট্রাক্টর মালিক ছামছুলহক সহ ৫ জনকে অভিযুক্ত ৪ আগস্ট পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উক্ত রাস্তাটি দিয়ে ট্রাক্টর চলাচল করার কারণে রাস্তাটিতে সব সময়ই হাঁটু পানি জমে থাকে। ফলে সাধারণ যানবাহনসহ পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পলাশবাড়ী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।