পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত
পাবনা থেকে | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ০৩:২১
পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদের নামে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ক্লাবের সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, উৎপল মির্জা, সাবেক সহ-সভাপতি কামাল আহম্মেদ সিদ্দিকী, কৃষ্ণ ভৌমিক, সুশীল তরফদার, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সরোয়ার উল্লাস, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয়, মুস্তাফিজুর রহমান রাসেল, পাবিপ্রবির সাবেক প্রক্টর আওয়াল কবির জয় প্রমুখ।
বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ আইন বাতিলের দাবি জানান। একই সাথে আগামী তিনদিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। একই সাথে আগামী তিন দিনের কর্মসূচী ঘোষণা করা হয়। সম্প্রতি পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজু ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।