অবশেষে পাবনায় চালু হল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা
পাবনা থেকে | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ২২:৩১
অবশেষে পাবনা জেনারেল হাসপাতালে চালু হলো বহু প্রতীক্ষিত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। শনিবার সকালে হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: কেএম আবু জাফর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ডাঃ সালেহ মোহম্মদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক জাহেদী হাসান রুমীসহ অনেকে।
উল্লেখ্য, এতদিন পাবনা জেনারেল হাসপাতালে সব ধরণের সুযোগ থাকা সত্ত্বেও আইসিইউ সেবা পাচ্ছিলেন না রোগীরা। এখন পকপল যে কোন মুমূর্ষু রোগী আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা পাবেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।