বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২১, ০৪:৪৬

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

"বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

৮ আগষ্ট সোমবার সকাল ১০ টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত প্রোগামটি পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুম থেকে সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ ,উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) প্রদীপ্ত রায় দীপন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম মন্ডল রিপন।

আরো ছিলেন প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, উপজেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। কনফারেন্স শেষে অসহায় দরিদ্র দুঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়।


এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top