ঈশ্বরদীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
পাবনা থেকে | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ০০:১৮
সংবাদ প্রকাশের জেরে পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজের বিরুদ্ধে সাবেক সাংসদ খন্দকার আজিজুল হকের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঈশ্বরদী প্রেসক্লাব।
বুধবার সকাল ১১টায় উপজেলা সদরের ষ্টেশন রোড সড়কে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, বীরমুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সহসভাপতি কে এম আবুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহসাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, শেখ মহসীন, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আসাদুজ্জামান আসিফ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, খন্দকার আজিজুল হক একসময় জাসদ করতেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগে যোগ দিয়ে বিনা ভোটে সাংসদ নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে নদী দখল করে মার্কেট নির্মাণ, সরকারি সম্পত্তি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। ধারাবাহিক এই ক্ষিপ্ততার অংশ হিসেবে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে হয়রানিমূলক মামলাটি করেছেন। সাংবাদিকদের এ ধরনের হয়রানি বন্ধ করতে এই কালো আইন দ্রুত বাতিল প্রয়োজন।
৮ মার্চ সাবেক সাংসদ খন্দকার আজিজুল হকের পৈতৃক বাড়ি জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামে আমিনপুর থানার পুলিশ একটি অস্ত্র তৈরি কারখানার সন্ধান পায়। সে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিক সৈকত আফরোজ ঘটনার সংবাদটিতে গ্রেপ্তার ব্যক্তি সাংসদের ভাতিজা বলে উল্লেখ করেন। তাঁর সম্পাদিত পাবনা মেইল টোয়েন্টিফোর ডটকমে ‘সাবেক এমপির ভাতিজার বাড়িতে কারখানা, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এর পরিপ্রেক্ষিতে পাবনা-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক সাংবাদিক সৈকত আফরোজের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।