পাবনার ফরিদপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার চেক প্রদান

পাবনা থেকে | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০০:৩১

পাবনার ফরিদপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার চেক প্রদান

পাবনার ফরিদপুরে করোনায় ক্ষতিগ্রস্ত ৯ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক প্রদান করা হয়েছে।

সকালে ফরিদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ। এ সময় আরো বক্তব্য দেন জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন পারভিন মুক্তি প্রমূখ।

করোনাকালীন সময়ে সংকটে পড়া এসব পল্লী উদ্যোক্তারা জানান, প্রধানমন্ত্রীর এই প্রণোদনা তাদের আগামী দিনে উপকার বয়ে আনবে। উল্লেখ্য, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধায়নে ৯ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার ১৫ লাখ টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে এই প্রণোদনা প্রদান করা হয়।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top