হাকিমপুরে শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিদের প্রশিক্ষণ
হিলি থেকে | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ২৩:৪৪
দিনাজপুরের হাকিমপুরে প্রাথমিক/ মাধ্যমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের বিদ্যালয় পরিচালনা নীতিমালা ও বিধিবিধান সংক্রান্ত একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকা) উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ১০৫ জন অংশগ্রহণ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ।
প্রশিক্ষণ প্রদান করান উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রশিক্ষক বদরুল মিল্লাত ও জাইকার উপজেলা সমন্বয়কারী খাইরুজামান। প্রশিক্ষণে স্কুল পরিচালনা নীতি, বিধি বিধান, প্রধান শিক্ষক ও স্কুলের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৭শ টাকা করে সম্মানী প্রদান করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।