ডেপুটি কমিশনারের কক্ষে ঢুকতে লাগে না অনুমতি
হিলি থেকে | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২১, ২৩:৩০
দিনাজপুরের হিলি স্থলবন্দরের অভিনব উদ্যোগ নিয়ে নজির সৃষ্টি করেছেন শুল্ক স্টেশনটির উপ-কমিশনার কামরুল ইসলাম। তার কক্ষে ঢুকতে লাগবে না অনুমতি, নেই সম্বোধনের বাড়াবাড়ি। বন্দরের ব্যবসায়ীদের হয়রানী বন্ধ করতে এবং আমদানি-রপ্তানির গতি বাড়ানোর পাশাপাশি সরকারের রাজস্ব বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
মঙ্গলবার হিলি শুল্ক স্টেশনে দেখা যায়, স্টেশনটির উপ-কমিশনারের কার্যালয়ের দরজা খোলা রাখা হয়েছে। সমস্যা সমাধানের জন্য সকাল থেকেই অনুমতি ছাড়াই উপ-কশিনারের কক্ষে যাচ্ছেন সিএন্ডএফ এজেন্ট,আমদানিকারক প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। এদিকে উপ-কমিশনারের সঙ্গে খোলামেলা ভাবে কথা বলতে পেরে খুশি বন্দরের আমদানি কারক প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি বছর ২৫মে হিলি শুল্ক স্টেশনে উপ-কমিশনার পদে কামরুল ইসলাম যোগদানের পর নিয়েছেন নানা উদ্যোগ ফলে ব্যবসার গতির সাথে বেড়েছে সরকারের রাজস্ব। গেলো বছরের থেকে চলতি বছরের মে’ থেকে আগস্ট পর্যন্ত এই ৪ মাসে আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৪,৫৩৮ মে: টন থেকে ৬,২৫০০৭ মে: টন.,শতকরা হিসেবে প্রায় ৩৭.৫০ বেশি। গেলো বছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ১১০ শতাংশ এছাড়াও রপ্তানিমূল্য বেড়েছে গত বছরের তুলনায় ৮২.৮৭ শতাংশ।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, ব্যবসায়ী, সি এন্ড এফ এজেন্ট, রপ্তানিকারকসহ বিভিন্ন অংশীজনদের জন্য আমার অফিস কক্ষ উন্মুক্ত করে রেখেছি যাতে করে সেবা প্রার্থীরা এসে বাহিরে দাঁড়িয়ে না থাকে। তারা সরাসরি আমার অফিসে স্বাস্থ্যবিধি মেনে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।