হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সীমা বৃদ্ধি

হিলি থেকে | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২৮

ভারতীয় ব্যাবসায়ীদের অনুরোধে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সীমা বৃদ্ধি।

ভারতে রপ্তানিমূখী পণ্যবোঝাই ট্রাকের জট সৃষ্টির কারণে ভারতীয় ব্যাবসায়ীদের অনুরোধে হিলি স্থলবন্দর দিয়ে বাড়ানো হয়েছে আমদানি-রপ্তানির সময়সীমা। ফলে বন্দরে বেড়েছে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের সংখ্যা,ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মপ্রাণঞ্চলতা। পুরোদমে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় খুশি বন্দরের আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন,করোনার কারণে সরকারের নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানির সময়সীমা কমিয়ে ছিলাম, এতে করে প্রতিদিন এই বন্দরে ৮০ থেক ১০০ টি ট্রাক প্রবেশ করে, সেই ট্রাক গুলোর পণ্য খালাস করে একই দিন বিকেল ৫টায় ভারতে পাঠানো হতো।

হিলি কাস্টমসের তথ্যমতে, গেলো ৭ কর্ম দিবসে ভারত থেকে চাল, গম, ভুট্টা, পেঁয়াজ, পাথরসহ ৪০ হাজার ৬শ ৪১ মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে এই বন্দর দিয়ে যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ৬ কোটি ৩৮ লক্ষ টাকা।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top