হিলি বন্দরের ব্যবসায়ীদের সাথে মত বিনিময়
হিলি থেকে | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:১০
দিনাজপুরের হিলি স্থল বন্দরের বিভিন্ন সমস্যা ও বন্দরের রাজস্ব আয় বৃদ্ধিকল্পে সংসদ সদস্য শিবলী সাদিক আমদানি কারক ও কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টের সাথে মত বিনিময় করেন।
মঙ্গলবার রাত ৮ টায় হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের হলরুমে আমদানি কারক ও কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টের সাথে মত বিনিময় করেন। এ সময় বন্দরের রাজস্ব বৃদ্ধির ব্যাপারে সকলকে সহযোগিতা করার জন্য বলেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরন সহ বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সংসদ সদস্য পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বস্ত করেন।
মত বিনিময় সভায় কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টের সভাপতি আব্দুর রহমান লিটন, সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট, আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।