হিলিতে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা ও চেক বিতরণ অনুষ্ঠিত

হিলি থেকে | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৫

হিলিতে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা ও চেক বিতরণ অনুষ্ঠিত

"আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনের উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জনকে ১২ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top