হিলিতে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধ করণ সভা
হিলি থেকে | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ০১:১০
হিলিতে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা পল্লী বিদ্যুৎ এজিএম সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাপবিবো অধিদপ্তরের পরিচালক শহিদুল করিম,বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় বক্তারা উপস্থিত গ্রাহকগণকে বিদ্যুৎ সাশ্রয় করতে বেশি বেশি করে সৌর বিদ্যুৎ পাম্পের ব্যবহারের জন্য অনুরোধ করেন এবং উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস থেকে অর্ধেক মূল্যে সোলার প্যানেল দেওয়া হবে বলে জানানো হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।