শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ০০:৫৫

লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর কালী বাজার রোড ও পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা মো. কামরুল হাসান (২৮) ও কুমিল্লা জেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা মো. মাঈন উদ্দিন (৩৪)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্ত:জেলার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top