শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল

হিলি থেকে | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০০:১৯

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার কোভিড পরিস্থিতি, ইমিগ্রেশন চেকপোস্টে স্ক্যানার মেশিন ও মেডিকেল সেন্টার স্থাপন এবং স্ক্যানার পদ্ধিতি আরো জোরদার করতে হিলি স্থলবন্দরএবং হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন স্বাস্থ্যের বিভাগের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যের অতিরিক্ত সচিব সাইদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শনে আসেন। এসময় তারা ইমিগ্রেশন চেকপোস্ট এবং স্থলবন্দর পরিদর্শন করেন।

পরে হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও স্থলবন্দর কর্তৃপক্ষকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি, পাসপোর্ট যাত্রী পারাপার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মীরজাদি সাবরিনা ফ্লোরাসহ আরও অনেকেই।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top