পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০২:১৫
পদ্মা সেতুর কাজ দেখতে দেখতে শেষ হতে চলেছে। বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়ার্ক)।
কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই এটি দেখাশোনা করছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু যানবাহন চলাচলের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: পদ্মা সেতু মাওয়া জাজিরা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।