নেত্রকোনায় ২৫টি ইউনিয়নে সুশৃঙ্খলভাবে চলছে ভোটগ্রহণ
নেত্রকোনা থেকে | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০১:৫৯
নেত্রকোনার তিনটি উপজেলার ২৬টি ইউনিয়নের মধ্যে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ২৫টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল আটটা থেকে জেলার বারহাট্টা, সদর ও আটপাড়া তিনটি উপজেলায় ২৪৬টি কেন্দ্রের ১২৮৬টি বুথ কক্ষে শুরু হয়েছে ভোটগ্রহণ।
প্রতিটি কেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশসহ প্রশাসন বিজিবি ও র্যাবের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রেই নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, ইউপি নির্বাচনে ২৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৮১৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৩ জন প্রতিদ্বন্দীতা করছেন। তিনটি উপজেলায় মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৬শ' ৪৬ জন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: নেত্রকোনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।