ইউপি নির্বাচনে বিভিন্ন জেলায় সহিংসতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০২:৩৯

ইউপি নির্বাচনে বিভিন্ন জেলায় সহিংসতা

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউপি নির্বাচেনে ভোট গ্রহণ শুরুর আগে ও পরে দেশের বিভিন্ন উপজেলায় সহিংসতায় নিহত ও আহতের সংখ্যা বাড়ছে। দেশের কিছু উপজেলায় ভোট কেনা ও ব্যালটে সিল দেয়ার ঘটনাও ঘটেছে।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনে ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আকতারুজ্জামান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ আছে।

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর (আওয়ামী লীগ বিদ্রোহী) সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছে। অন্যদিকে, কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

এছাড়া, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজীতে ভোট শুরুর আগেই কেন্দ্র দখলে নিতে 'জলদস্যু' বাহিনী হামলা-গুলির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ও ধারাল অস্ত্রের কোপে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওর্য়াডের আন্ডারচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। পরে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top