সিলেট পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রনে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৪:৫২

সিলেট থেকে:

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুন নিয়ন্ত্রণে পৌনে দুই ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিদ্যুতের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’ তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top