লঞ্চে অগ্নিকাণ্ড

সুগন্ধা নদীতে আরও দুজনের মরদেহ উদ্ধার

ঝালকাঠি থেকে | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০৩:১২

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা নদীতে আরও দুজনের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা হয়েছে আরও দুজনের মরদেহ। বুধবার সকাল সাড়ে ৮টায় এক নারী ও সাড়ে ১০টায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।

জানা গেছে, সকাল সাড়ে ৮টায় বিষখালী নদীর তীরে চরে আটকে থাকা একটি নারীর ও নাপিতেরহাট এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। অজ্ঞাত পরিচয়ের মরদেহ দুটি ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে এসে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক কোবাদ আলী সরকার জানান, সকাল সাড়ে ৮টায় এক নারীর ও সকাল সাড়ে ১০ টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকেরই বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে পুলিশের কাছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। নৌ-পুলিশ ও কোস্টগার্ডও উদ্ধার অভিযানে তৎপরতা চালাচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top