৪ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া থেকে | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০০:০৬
ঘন কুয়াশার কারণে ৪ ঘন্টা বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন।
এর আগে বুধবার (৫জানুয়ারি) ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। সে সময় ঘাট এলাকায় সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি দেখা যায়।
এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যে কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। কুয়াশা কেটে গেলে সকাল আটটার সময় আবারো ফেরি চলাচল শুরু করে।’
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: দৌলতদিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।