সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০১:৩২

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস

রবিবার সকাল ৯টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। এছাড়াও সৈয়দপুরের তাপমাত্রা ১৩.৪, রংপুর ১৪, শ্রীমঙ্গল ১১.৩, ডিমলায় ১২.৫, রাজারহাটে ১১.৫, তেঁতুলিয়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে দেশের কিছু কিছু স্থানে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top