দৌলতদিয়ায় ৫ কিমি পণ্যবাহী ট্রাকের সারি

দৌলতদিয়া থেকে | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৫:৩০

দৌলতদিয়ায় ৫ কিমি পণ্যবাহী ট্রাকের সারি

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। অতিরিক্ত যানবাহন ও ফেরি স্বল্পতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাকচালকরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় পাঁচকিলোমিটার সড়কে দেখা যায় পণ্যবাহী ট্রাকের লম্বা সারি। তবে অগ্রাধিকার ভিত্তিতে অপেক্ষায় থাকা পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে বলে জানা গেছে। দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, ঘাট প্রান্তের সড়কে এক সারিতে ট্রাকের লম্বা সারি রয়েছে। তবে যাত্রীবাহি পরিবহন চলমান রয়েছে।

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বলেন, কয়েকদিন ঘাট ক্লিয়ার ছিল। হয়তো সে কারণে অন্য রুটে চালাচলকারী ট্রাক দৌলতদিয়া রুট ব্যবহার করছেন। ফলে দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। তবে যাত্রীবাহি পরিবহন চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৬ ফেরি চলাচল করছে। এরমধ্যে ৯ টি বড় ও সাতটি ছোট ফেরি রয়েছে।

 

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top