হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দিনাজপুর হিলি থেকে | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২, ০১:৪৮
ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি আরও বলেন, বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারো আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে ট্রাক বন্দর প্রবেশ শুরু করেছে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।