রাবির চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনা হয়েছে হিমেলের মরদেহ

রাজশাহী থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪৬

রাবির চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনা হয়েছে হিমেলের মরদেহ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণ সামগ্রী বহনকারী এক ট্রাকের চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেলের মরদেহ নিয়ে আসা হয়েছে চারুকলা অনুষদ প্রাঙ্গণে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তার মরদেহ নিয়ে আসা হয়। মরদেহ নিয়ে আসা হলে পুরো চারুকলা প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। নিহতের জন্য শিক্ষক এবং বন্ধুবান্ধব সকলে কান্নায় ভেঙে পড়েন। অনেকে নিহত হিমেলের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, চারুকলা অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনার পর পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্ররা।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top