নিজ বাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী আহত

হিলি থেকে | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:১১

নিজ বাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী আহত

দিনাজপুরের হিলিতে নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহফুজা বেগম (৩৬) নামের এক নারী গুরুত্বর আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে কতর্ব্যরত চিকিৎসক।

শনিবার রাত আটটার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) নামক এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ খায়রুল বাশার শামীম।

স্থানীয়রা জানান, মাহফুজা নিজ বাড়িতে তালা দিয়ে পাশের বাসায় যাবার পথে কে বা কাহারা রাতের আঁধারে তার নিজ বাড়ির উঠানে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়,পরে মাহফুজা আহত অবস্থায় চিৎকার দিলে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুরে পাঠিয়েছে।

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজল কান্তি রায় বলেন,আজকে সাড়ে ৮ টার দিকে জরুরী বিভাগে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া নারী আসে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হবার কারণে এবং রোগী গুরুতর হওয়ায় আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তিনি আরও বলেন ওই নারীর শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ খায়রুল বাশার শামীম বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কারা এর সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করছি।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top