রামেকে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২ জনের

রাজশাহী থেকে | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১০

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুজন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, করোনায় একজন ও করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন। এই দুজন ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। মারা যাওয়া দুজনই নারী। এদিকে, রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আটজন। বর্তমানে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নওগাঁর আটজন, নাটোরের পাঁচজন, পাবনার দুজন, কুষ্টিয়ার চারজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এছাড়া করোনা ধরা পড়েনি ভর্তি পাঁচজনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন।


এনএফ৭১/এনজেএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top