শ্রীপুরে বেদেপল্লীতে করোনার টিকাদান কার্মসূচি শুরু

গাজীপুর থেকে | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১৯

শ্রীপুরে বেদেপল্লীতে করোনার টিকাদান কার্মসূচি শুরু

গাজীপুরে শ্রীপুরের নান্দিয়াসাঙ্গুন এলাকার সুতিয়া নদীর তীর ঘেঁষে শুরু হয়েছে অস্থায়ী বেদেপল্লীতে করোনার টিকাদান কার্মসূচি।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ টিকাদান কার্মসূচির উদ্বোধন করেন। পরে এমপি বেদেপল্লীর সবার খোঁজখবর নেন এবং তাদের মাঝে পুষ্টিকর খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষন দাস উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বলেন, দেশের সব মানুষ যাতে করোনার টিকা কাজ পায় সেজন্য সরকার কাজ করছে। এর ধারাবাহিকতায় ছিন্নমূল ও ভাসমান মানুষদের টিকা দেওয়া হয়েছে। বেদেপল্লীতে প্রায় ২শ মানুষের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হলো।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: গাজীপুর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top