ঈশ্বরদী থানায় ওপেন হাউস ডে
পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩০
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পাবনার ঈশ্বরদীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা চত্ব্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।
এসময় তিনি আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুসহ আরও অনেকে। সভায় পুলিশ সুপার উপস্থিত সবাইকে উদ্দেশ করে বলেন, কেউ কখনও কোনো অপরাধের সহযোগী হবেন না আর নিজেও করা থেকে বিরত থাকবেন।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।