ফকিরহাটে বেদে পল্লীতে করোনাভাইরাসের টিকা ক্যাম্প

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৫ মার্চ ২০২২, ০৫:৫৬

ফকিরহাটে বেদে পল্লীতে করোনাভাইরাসের টিকা ক্যাম্প

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বেদে পল্লীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা করতে ছুটির দিনেও টিকা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ মার্চ) সকাল ১০টায় কাটাখালী হাইওয়ে সংলগ্ন বেদে পল্লীতে সম্প্রতি নতুন আসা ১২ বছরের বেশি বয়সী বেদে সদস্যদের টিকা প্রদান করা হয়।

কাটাখালী বেদে পল্লীতে প্রায় ৪৫ ঘর বেদে পরিবার বাস করেন। উপজেলায় শতভাগ করোনা টিকা দেওয়ার সময় বেদে পল্লীর সকল সদস্যদের টিকার আওতায় আনা হয়। কিন্তু নতুন করে আরও ২০ঘর বেদে এখানে আসায় তাদের আজ টিকার আওতায় আনা হয়ছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। টিকা নিয়ে আনন্দ প্রকাশ করেন বেদে সম্প্রদায়ের সদস্যরা। বেদে নুরজাহান বেগম (৫০), তরিকুল ইসলাম (২৫), তুরতুরি বেগম (১৮), চিশতী খাতুন (১৩), জোনাকী বেগম (৩৮)সহ অনেকে বলেন,‘এ উপজেলায় নতুন এসেছি। করোনাভাইরাসের টিকা গ্রহণ করে নিরাপদ থাকতে পারবো শুনে টিকা দিয়েছি। এখনও যারা টিকা নিতে রাজি হয়নি তাদের আমরা বুঝিয়ে বলবো টিকা দিতে। এখানে থাকা বেদে সম্প্রদায়ের যারা আগে টিকা নিয়েছে তারাই আমাদের টিকা নিতে উদ্বুদ্ধ করেছে।’

হাসপাতালের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) কামাল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এখানে নতুন আসা ৩৪জন বেদে সদস্যদের টিকা দেওয়া হয়েছে। এর আগেও এই বেদে পল্লীতে ৪৫জন বেদে সদস্যদের করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, আজ টিকা নেওয়া বেদে সদস্যরা গত সপ্তাহে অন্য এলাকা থেকে এসে এখানে বসতি গড়েছে। বেদে জনগোষ্ঠি পেশার তাগিদে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসে। তাই তাদের টিকার আওতায় আনা হয়েছে। তারা হাসপাতালে এসে টিকা নেওয়ার মতো সচেতন নয় বলে আমরা তাদের কাছে টিকা নিয়ে গেছি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top