ঘূর্ণিঝড় ‘অশনি’র রূপ বদল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০১:০০

ঘূর্ণিঝড় ‘অশনি’র রূপ বদল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূল এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে সমুদ্রকুল এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top