ফকিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১১:৪৬
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (২২মার্চ) বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্য বিবাহ বন্ধে সমাজে চলমান প্রতিবন্ধকতা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ব্রাকের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বাল্যবিবাহ বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।