ফকিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১১:৪৬

ফকিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (২২মার্চ) বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্য বিবাহ বন্ধে সমাজে চলমান প্রতিবন্ধকতা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ব্রাকের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top