শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ৫৬ রোহিঙ্গা আটক

টেকনাফ থেকে | প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ২২:৪৩

টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ৫৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দুই দালালসহ ৫৬ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৫ মার্চ) ভোরে উপজেলার শামলাপুর উপকূল থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল আমিন সরকার।

তিনি জানান, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে উখিয়ার বিভিন্ন শিবির থেকে রোহিঙ্গা নাগরিকদের বাইরে বের করে আনেন দালাল চক্রের সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত বিকেল ৪টায় র‌্যাব-১৫ কার্যলয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top