লাকড়ি সংগ্রহে নেমে মাদরাসাছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০৪:৪২
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহে নেমে জিহাদ মিয়া (১৪) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী একই ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী জিহাদ ঢাকার একটি মাদরাসায় পড়াশোনা করে। রোববার (৩ এপ্রিল) সে ঢাকা থেকে বাড়িতে আসে। সোমবার সকালে সোমেশ্বরী নদীর পানি বাড়ে। তাই দুপুরে স্থানীয়দের সঙ্গে ভেসে আসা লাকড়ি সংগ্রহে নামে জিহাদও। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
অন্যরা দেখে জিহাদের পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা যান। নিখোঁজের চার ঘণ্টা পার হয়ে গেলেও জিহাদের সন্ধান পাওয়া যায়নি।
দুর্গাপুর ফায়ার স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। ময়মনসিংহ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এলে উদ্ধার অভিযান শুরু হবে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: লাকড়ি মাদরাসাছাত্র নিখোঁজ নেত্রকোনা নদী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।