সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ফকিরহাটে নিষিদ্ধ জাটকা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে জরিমানা

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০৯:৪৩

ফকিরহাটে নিষিদ্ধ জাটকা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে জরিমানা

বাগেরহাটের ফকিরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে জাটকা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে পিতা-পুত্রকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সাড়ে ৪ কিলোগ্রাম জাটকা ও ২৪ কিলোগ্রাম নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভাগীয় শিশু সদনে দেয়া হয় এবং নিষিদ্ধ মাগুর মাছ মেরে মাটিতে পুতে রাখা হয়।

সোমবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওই অভিযানে মাছ বিক্রেতা ইমদাদ হোসেনকে ১হাজার ও তার পুত্র মো. নয়নকে ২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএনও সানজিদা বেগম জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ (৩১ মার্চ হতে ৬ এপ্রিল) এবং মৎস্য সম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top