ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর থেকে | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ০০:৩৩

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাহতাবুল রহমান বাবু (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদের ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মাহতাবুল রহমান বাবু।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, বৃহস্পতিবার তিন বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসলে যান বাবু। সঙ্গে দুজন বাচ্চাও ছিলো। গোসল করতে গিয়ে প্রথমে একটি বাচ্চা গর্তে আটকে যায়। তখন বাচ্চাটিকে উদ্ধার করতে যায় বাবু। বাচ্চাটিকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন তিনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে ওইদিন পাওয়া যায় নি। পরে শুক্রবার সকালে তাকে উদ্ধার করা হয়।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top