বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১২:২৮
মুন্সিগঞ্জ থেকে:
ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করেছে নৌ-কর্তৃপক্ষ।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ৫টায় ফেরি চলাচল বন্ধ করা হয় এবং ৭টা থেকে লঞ্চ চলাচলও বন্ধ করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে ঘন কুয়াশার কারণে স্পিডবোটও বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী জানান, কুয়াশার কারনে নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোর সাড়ে ৫টা থেকে ফেরি বন্ধ করা হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।