দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১২:৪০

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে পুনারায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশা কমে যাওয়ায় সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top