• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বোনের বাড়িতে এসে প্রাণ গেলো যুবকের

দিনাজপুর থেকে | প্রকাশিত: ৬ মে ২০২২, ০৭:৫৭

বোনের বাড়িতে এসে প্রাণ গেলো যুবকের

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সেলিম হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৫ মে) বিকেলে উপজেলার মমিনমোড় এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান রহিম বাদশার ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হলেন উপজেলার জগন্নাথপুর কলেজপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার দুলাভাইয়ের মোটরসাইকেল চালিয়ে হেয়াতপুর বাজারের উদ্দেশ্যে আসার পথে মমিনমোড়ের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রহিম বাদশার ইট ভাটার সামনে রাস্তার বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সেলিম হোসেন গুরুতর আহত হন।স্থানীয়রা আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, , আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মমিনমোড়ের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রহিম বাদশার ইট ভাটার সামনে রাস্তার বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে সেলিম হোসেন(১৮) নামের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে থানা পুলিশ মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top