নাটোরে ৩ মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১৪:৫৮

নাটোর থেকে:
নাটোরের লালপুরে দুয়ারিয়া-ঈশ্বরদীতে রাস্তার পাশের ধানখেত থেকে ৩ মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে কাশিমপুর সড়কে এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকান্ড নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার জিয়া আলীর ছেলে সজিব, মতিন আলীর ছেলে ফয়সাল ও ঈশ্বরদী উপজেলার সাইদুল ইসলামের ছেলে জিহান।
জানা যায়, স্থানীয় লোকজন সড়কের পাশে ধানক্ষেতে ৩ ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে লালপুর থানার পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ধানক্ষেতে নিহত তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সাথে ধাক্কা এ দুর্ঘটনা ঘটেছে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করছে পুলিশ। তদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।