গাছের গুড়ির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
দিনাজপুর থেকে | প্রকাশিত: ৯ মে ২০২২, ০৬:১৯
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ অপসারনের সময় গাছের গুড়িপড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) দুপুরে উপজেলার ৯নং কুচদহ ইউনিয়নের ষষ্ট্রিপাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম তাইজুল ইসলাম (৪৪)। সে ওই এলাকার বাঘাডুবি ভবানীপুর গ্রামের ছব্বুর হোসেনের ছেলে।
সম্প্রীতি নবাবগঞ্জ উপজেলার ষষ্টিপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে ৩ শতাধিক কাচা পাকা বাড়িঘর ভেঙে পড়ে। এসময় ধান, ভুট্টাসহ বেশ কিছু গাছপালা নষ্ট হয়।
শনিবার দুপুরে ওই এলাকার শফিকুল ইসলামের বাড়ি সংলগ্ন আকাশমনি বাগানের বেশ কিছু গাছ ঝড়ে উপড়ে পড়ে যায়। ওই গাছগুলো বাগান মালিক বিক্রি করে দেয়। বিক্রয় হওয়া গাছগুলো সংগ্রহ করে ট্রলির মাধ্যমে গাড়িতে উঠানোর সময় একটি গুড়ি পড়ে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য গোফফার হোসেন বলেন,শনিবার সকালে ৩ জন শ্রমিক শফিকুলের বিক্রি করা গাছ গাড়িতে তোলার সময় বেগতিক ভাবে আকাশমনি গাছের গুড়ি মাথায় পড়ে গিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই কাঠ শ্রমিক তাইজুল ইসলাম মৃত্যু মারা যান।
জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম এ আব্দুর রহিম মেডিক্যাল হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।