মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০, ১৪:২৫

মানিকগঞ্জ থেকে:

ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। দীর্ঘ ১১ ঘণ্টা ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর ইউটিলিটি ফেরি শাপলা শালুক পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফেরিটি সকাল ১০টায় পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে কয়েকশ’যানবাহন ও যাত্রী পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,মাঝে পদ্মায় নোঙর করে থাকা তিনটি ফেরি তীরে ভিড়েছে এবং অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top